Advertisement

তিনটি স্বপ যা দেখলে বুঝবেন আল্লাহ্‌ আপনাকে ভালোবাসেন | three dreams that indicate Allah loves you

তিনটি স্বপ যা দেখলে বুঝবেন আল্লাহ্‌ আপনাকে ভালোবাসেন | three dreams that indicate Allah loves you ভালোবাসা কে না চায়, ভালোবাসা সবাই চায়। আর সে ভালোবাসা যদি হয় সরাসরি এই মহাজগতের মালিক আল্লাহ্‌ তায়ালার পক্ষ থেকে, তাহলে তো তাঁর কোনো তুলনাই হয় না। হ্যা বন্ধুরা আজকে তোমরা জানতে চলেছো সেই তিনট স্বপ্ন সম্পর্কে যে স্বপ্ন গুলো দেখলে বুঝবেন আল্লাহ্‌ তায়ালা নিশ্চয়ই আপনাকে ভালোবাসে। হাদিসে কুদসিতে রয়েছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: আল্লাহ তাআলা বলেন, ‘আমি ছিলাম গোপন ভান্ডার; ভালোবাসলাম প্রকাশ হতে, তাই সৃজন করলাম সমুদয় সৃষ্টি।অর্থাৎ আল্লাহর কুদরতের জগতে ভালোবাসাই হলো প্রথম সম্পাদিত ক্রিয়া বা কর্ম। এই ভালোবাসা পবিত্র কোরআনে ৭টি পর্বে ৬৩ বার উল্লেখ হয়েছে। যাইহোক বন্ধুরা আমরা আলোচনায় প্রবেশ করি। তাঁর জন্য এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো।

যে তিনটি স্বপ্ন আল্লাহর ভালোবাসার প্রতিক,যে স্বপ্ন আল্লাহর ভালোবাসার আলামত,যে স্বপ্ন দেখলে আল্লাহ মনের ইচ্ছা পূরণ করেন,যে স্বপ্ন দেখলে আল্লাহ মনের আশা পুরন করে দেয়,কোন স্বপ্ন দেখলে আল্লাহ ভালোবাসে,এই স্বপ্ন আল্লাহ ভালোবাসার নিদর্শন,Shopner Tabir,

Post a Comment

0 Comments